|
---|
সম্প্রীতি মোল্লা, ভাতার : বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের পাটনা গ্রামের কাছে একটি স্কুটির সঙ্গে মারুতির মুখোমুখি সংঘর্ষ ঘটে, এই ঘটনায় মারা গেলেন স্কুটি চালক।স্থানীয় সূত্রে জানা যায় যে স্কুটিটি ভাতার অভিমুখে আসছিল আর মারুতি বলগোনা দিকে যাচ্ছিল। সেই সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে পাটনাই।স্থানীয় মানুষজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসে ভাত আর ব্লক হসপিটালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রের খবর ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।এই ঘটনায় ভাতারের পাটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কিছুক্ষণ যান চলাচল ব্যাঘাত ঘটে বর্ধমান কাটোয়া রাস্তায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে থাকে ।