সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বস্ত্র ও ন্যাপকিন বিতরন

আর. এ. মন্ডল : বিষ্ণুপুরের সেচ্ছাসেবী সংস্থা “আমরা করবো জয়” এর উদ্যোগে অনুষ্ঠিত হলো, বস্ত্র ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ এবং সমাজ সংস্কার বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান।
এদিন “বিবেকানন্দ সেবা সমিতি” হিজলডিহার সহযোগিতায় বিষ্ণুপুরে মানবতার বন্ধনে ৩০০ জন অসহায় মা ও বোনেদের বস্ত্র প্রদান করা হয় ও ভবঘুরে রাজা খ্যাত নীলাঞ্জন দত্তর সহযোগিতায় মা ও বোনেদের স্বাস্থ্য-সচেতনতায় ২০০জনকে স্যানিটারি ন্যাপকিন প্রদান‌ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নন্দন মণ্ডল। এছাড়াও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী যথা অর্চিতা বিদ, কোলাঘাট মানব সেবা সমিতির সম্পাদক জনাব আবিদার মল্লিক, হবিবুর রহমান। অন্যান্য ব্যক্তিত্বের মধ্যে সুশান্ত মুখার্জ্জী, নয়নতারা বেগম ও সংস্থার কর্ণধার কাজী মুজিবুর রহমান প্রমুখ।
সংস্থার কর্ণধার কাজী মুজিবুর রহমান প্রতিবেদককে জানান যে, তাঁদের মূল লক্ষ্য হল যাযাবর ও পথশিশু মুক্ত পৃথিবী গড়ে তোলার প্রচেষ্টা চালানো। এই লক্ষ্যে বিগত এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা কাজ করে চলেছেন। ইতিমধ্যেই তাঁরা এই কাজে বাংলার বিভিন্ন প্রান্তের সমাজসেবী, রাজনীতিবিদ ও শুভাকাঙ্ক্ষীদের ভালবাসা ও সাহায্য-সহযোগিতায় এগিয়ে চলেছেন। উল্লেখ্য এই সংস্থার উদ্যোগে ইতিমধ্যেই “স্নেহের পরশ” নামে সপ্তাহের প্রতি রবিবার যাযাবর ও পথশিশুদের নিয়ে “একান্ত আপন পাঠশালা”য় শুরু হয়েছে পুষ্টিকর খাবার বিতরণ প্রকল্প।