|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ:গত সোমবার ৭-ই জুন প্রাকৃতিক দুর্যোগের ফলে বজ্রাঘাতে জঙ্গিপুর বিধানসভার মির্জাপুরের নওদা গ্রামের ছয় ৬ জন ও আহিরণের এক ১জনের মৃত্যু হয়, এবং কয়েকদিন আগে জঙ্গিপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মির্ধাপাড়ায় এক জন বজ্রাঘাতে মারা যায়। আজকে জঙ্গিপুর অফিসে ডেকে সেই বজ্রাঘাতে মৃত আট জনের পরিবারের হাতে পঞ্চাশ হাজার(৫০০০০) টাকা করে চেক তুলে দেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান।