|
---|
সংবাদদাতা : হুগলীর পোলবা, খানাকুল এবং তারকেশ্বরে আজ বজ্রাঘাতে নিহতদের পরিবারবর্গের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি । তিনি বলেন এই ক্ষতি অপূরণীয়।এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি শোকস্তব্ধ। তাদের প্রতি জানাই গভীর সমবেদনা। অসহায় পরিবারগুলির প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি তাদের হাতে তুলে দেন দুলক্ষ টাকা সাহায্য।। এই পরিস্থিতিতে রাজ্য সরকার অসহায় পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে। প্রশাসনের পাশাপাশি এই জেলার তৃণমূল কংগ্রেসের সৈনিকরাও সর্বদাই দুর্গতদের পাশে রয়েছে। হুগলী তথা সমগ্র রাজ্যবাসীর কাছে আমার আবেদন বজ্র-বিদ্যুৎপূর্ণ পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশ মেনে চলুন, নিরাপদ স্থানে আশ্রয় নিন এবং সুরক্ষিত থাকুন।উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান, জেলা সভাপতি দলীপ যাদব,সাংসদ অপরূপা পোদ্দার, আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী, খানাকুলের তৃনমুল নেতা নইমুল হক রাঙা পুলিশ প্রশাসনিক আধিকারিক ও ব্লক নেতৃত্ব ও কর্মীবৃন্দ।