গাছের পাতায় মহান আল্লাহর নাম দেখতে রাত জাগছে কলকাতা সহ বেশ কয়েকটি জেলা

জাহির হোসেন, নতুন গতি : কাল বিকাল থেকে সোস্যাল মিডিয়ায় কে বা কারা যেনো নারকেল, কলা ও কচু পাতায় মহান আল্লাহর নামের সন্ধান দিয়ে চলেছেন। তার জেরে দক্ষিন বঙ্গের বেশ কয়েকটি জেলার মুসলিম সমাজ বেশ ধন্দে পড়েছে।
মূলত এই শীতের মরশুমে নারকেল, কলা ও কচু গাছের পাতায় সাদা রঙের গোল্লা পাকানো দাগ লক্ষ্য করা যায়। যেটি কিনা হোয়াইটফ্লাইস হেমিপেটেরান যা সাধারণত উদ্ভিদের পাতার নীচে খাদ্য সংগ্রহ করে।
তারই মধ্যে কিছু কিছু দাগ কাল্পনিক ভাবে আল্লাহ লেখা মনে হচ্ছে। যেটিকে আমরা হইতো আগেও লক্ষ্য করেছি তবে এতো ব্যাকুল হইনি। কেও আবার ফটোশপ করেও ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। হয়ত এটাকে বিশ্বাস করে নিলে বাহবা পেতাম। তার চেয়ে আমার কাছে সমাজকে সচেতন করা জরুরী মনে হলো। আপনারা যে ফোন দিয়ে এগুলো শেয়ার করছেন সেই ফোনেই গুগল এ গিয়ে Whitefly অনুসন্ধান করুন তালে নিজেই বুঝতে পারবেন।