|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
পূর্ব-বর্ধমানের মঙ্গলকোট ব্লকের মাঝি গ্রামে শুরু হলো শিশু মেলা। উপস্থিত ছিলেন নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী প্রসূন পাঁজা, মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহা সহ প্রমুখ। স্কুল পড়ুয়া সহ এলাকার সাধারণ মানুষ এই মেলায় অংশগ্রহণ করে। এই মেলায় শিশুদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মেলায় প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।এই মেলায় ২৫ টি স্টল রয়েছে ।