|
---|
জাকির হোসেন সেখ, ২ মে হাওড়া: পঞ্চম দফায় ভোট আগামী ৬ মে সোমবার। পশ্চিমবঙ্গের মোট ৭টা কেন্দ্রের মধ্যে হাওড়া এবং উলুবেড়িয়ার মত দু দু’টো লোকসভা কেন্দ্রের ভোট ওইদিন এই জেলায়। সেইমত কেন্দ্রীয় বাহিনীও মজুত। তারই মধ্যে প্রাণ গেল এক কেন্দ্রীয় বাহিনীর সদস্যের। তাও আবার নিজেদের মধ্যে গুলির লড়াইয়ে। ঘটনার খবরে এলাকার সাধারণ ভোটাররা যারপরনাই আতঙ্কিত। কেননা নিরাপত্তার দায় দায়িত্ব ওই কেন্দ্রীয় বাহিনীর ওপরেই কিনা ! সুত্রের খবর, হাওড়া জেলার বাগনানের জ্যোতির্ময় গার্লস স্কুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার জন্য অস্থায়ী শিবিরেই এদিন এই মর্মান্তিক গুলির লড়াই হয়।
সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের মানসিক সমস্যা ছিল। কয়েকদিন আগে বাহিনীর অপর এক সদস্যের সাথে তার ভীষণ ঝগড়া হয়। তার জেরেই ঝগড়া আজ চরম আকার নিয়েছিল। তারপরই সেই মানসিক ভারসাম্য হারানো জওয়ান গুলি চালায় বলে জানা গিয়েছে। গুলিতে অসম রাইফেলসের এক জওয়ানের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। তাঁর নাম ভোলানাথ দাস। গুলিতে গুরুতর জখম হন আরও দুই জওয়ান। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথাকথিত ভারসাম্য হারানো গুলি চালানো জওয়ান লক্ষ্মীকান্ত বর্মনকে আটক করেছে পুলিশ। জানা যাচ্ছে সবমিলিয়ে এদিন ১৮ রাউন্ড গুলি চলেছে। পঞ্চম দফায় ভোটের নিরাপত্তা যাদের হাতে, তাদের নিজেদের মধ্যে সংঘটিত এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছে বলে জানা যাচ্ছে।