ভয়ঙ্কর ঘূর্ণিঝড় “ফণী”র সম্ভাব্য গতিপথ ও গতিবেগ নিয়ে আগাম পূর্বাভাস ও উপগ্রহ চিত্র

জাকির হোসেন সেখ, ২রা এপ্রিল, কলকাতা: এপ্রিলের তৃতীয়    সপ্তাহে সৃষ্ট বঙ্গোপসাগরের নিম্নচাপ যখন প্রবল ঘূর্ণিঝড়ের রুপ নিয়ে ভারতের স্থলভুমির দিকে এগোতে থাকে, পূর্ব থেকে নির্দিষ্ট নামের সেই “ফণী”র গতিপথ তখন অন্ধ্রপ্রদেশ, তামিল নাড়ু, কেরলের মত রাজ্যের দিকেই ছিল বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। এমনকি সেই পূর্বাভাসে এমন‌ও বলা হয়নি যে, এই ফণীর গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্তও পৌঁছাতে পারে। পরে জানা গেল যে সেই “ফণী” ঘন্টায় ২০০ কিলোমিটার গতিবেগে প্রবল থেকে প্রবলতর বিধ্বংসী ঘূর্ণিঝড় হয়ে ভারতের স্থলভুমির দিকে এগিয়ে আসার সম্ভাব্য গতিপথ‌ও পরিবর্তন করেছে। আবহাওয়া দপ্তরের স্যাটেলাইট মানচিত্রে দেখা যাচ্ছে, গতকাল ১লা মে ভোর ৫টা ৩০মিনিটে ঘন্টায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার গতিবেগ নিয়ে অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার মাঝামাঝি উপকূল থেকে কয়েক শ কিলোমিটার দুরত্বে অবস্থান করছে। সেই মোতাবেক আবহাওয়া দপ্তর থেকে “ফণী”র গতিপথ ও গতিবেগ সম্পর্কে যে আগাম পূর্বাভাস দেয়া হয়েছে তার ভিত্তিতে তৈরি করা একটা নক্সা বা চিত্র তুলে ধরা হলো। এই নিউজ পোর্টাল থেকে ফণী সম্পর্কিত আপডেট খবর প্রতিনিয়ত প্রকাশ করা হবে।