|
---|
নিজস্ব প্রতিবেদন: আজ থেকে বদলে যাচ্ছে কলকাতা বন্দরের নাম। রবিবার কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে নাম বদলের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন নাম হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর। কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বর্ষের অনুষ্ঠানে এসে মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন মোদী। এদিন তিনি আরও বলেন যে, “কলকাতা বিমান বন্দরের সঙ্গে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমারকেও যুক্ত করা হবে। পোর্টের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে বলেই এদিন জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “পোর্ট শুধু জাহাজ আসা যাওয়া করে না, এখানে অনেক ইতিহাস। সত্যাগ্রহ থেকে সচ্ছাগ্রহ দেখেছে। দেশ দুনিয়ার জ্ঞানবাহকও এই পোর্ট। ভারতের আত্মনিভর্তার প্রতীক এই পোর্ট। নিউইন্ডিয়ার প্রতীক বানাতে হবে এই বন্দরকে।”