কার্ল মার্ক্সের প্রয়াণ দিবস স্মরণ সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- সর্বহারা শ্রেণীর মুক্তির পথপ্রদর্শক মহান কার্ল মার্কসের আজ ১৩৯ তম প্রয়াণ দিবস। সমাজ,অর্থনীতি ও রাজনীতি সংক্রান্ত মার্ক্সের তত্ত্বসমূহ মার্ক্সবাদ নামে পরিচিত।মার্ক্সের মতে শ্রেনী সংগ্রামের ভিতর দিয়ে মানব সমাজ গুলো বিবর্তিত হচ্ছে।পুঁজিবাদ ব্যবস্থায় এই সংগ্রামের প্রকাশ ঘটে শাসক শ্রেনী এবং শ্রমজীবী শ্রেনী তাদের মধ্যে।তিনি ছিলেন জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী, সাংবাদিক এবং বিপ্লবী সমাজতান্ত্রিক। সেই মহান ব্যাক্তির প্রয়াণ ঘটে ১৮৮৩ সালের ১৪ ই মার্চ।সারা দেশের পাশাপাশি আজকের দিনটি বীরভূম জেলা জুড়ে ও এই মহান চিন্তানায়ক এর মৃত্যুবার্ষিকী পালন করা হয় বীরভূম জেলা এসইউসিআই কমিউনিস্ট দলের উদ্যোগে।সংগঠনের পক্ষ থেকে সকালে সিউড়ি দলীয় জেলা কার্যালয়ে রক্ত পতাকা উত্তোলন করেন জেলা কমিটির প্রবীণ সদস্য বাগাল মার্ডি। প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এস ইউ সি আই কমিউনিস্ট বীরভূম জেলা সম্পাদক মদন ঘটক। উপস্থিত অন্যান্য নেতা কর্মীবৃন্দ মহান কার্ল মার্ক্সের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং উনার বিষয়ে আলোচনা করা হয়।