|
---|
উত্তর ২৪ পরগনা: রাতভর বারুইপুরের ফুলবাগান ও খোদার বাজার এলাকায় তল্লাশি চালিয়ে পানিহাটি তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত হত্যাকাণ্ডে আরো তিনজনকে গ্রেফতার করলো বারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারীরা।
তদন্তকারীদের দাবি “জিজ্ঞাসাবাদের মুখে পড়ে অমিত পণ্ডিত জানায়, কাউন্সিলর অনুপম দত্তকে খুনের জন্য সে বারুইপুরের তিনজনের থেকে অস্ত্র কিনেছিল। ওকে সঙ্গে নিয়েই বারুইপুর এলাকায় অভিযান চালানো হয় । ফুলবাগান ও খোদার বাজার এলাকায় তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়।”