জলপাইগুড়িতে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বনধ সমর্থকদের

জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড এলাকায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল বনধ সমর্থকরা । দিনভর চলল পিকেটিং ও মিছিল । বামেদের ডাকা ৪৮ ঘণ্টার বনধের প্রথম দিনে জলপাইগুড়ির চিত্রটা ছিল এমনই ।

    এদিন সকাল থেকেই রাস্তায় দেখা মেলেনি বেসরকারি মিনিবাসের । তবে কিছু সরকারি বাস ও টোটো চলাচল করেছে । জলপাইগুড়ির নেতাজীপাড়া বাসস্ট্যান্ড মোড়ে বনধ সমর্থনকারীরা সরকারি বাস আটকালেও পুলিশি নিরাপত্তায় চলে সরকারি বাস। তবে সকাল থেকে রাস্তাঘাট একরকম ফাঁকাই ছিল । খোলেনি দোকানপাট হাট-বাজার। বেলা বাড়তেই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই পথে নামে বনধ সমর্থকরা । জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব‍্যাঙ্কের সামনে‌ও বনধ সমর্থকদের অবস্থান লক্ষ্য করা যায়।তবে কোথা থেকে কোন গন্ডগোলের খবর পাওয়া যায় নি।