আলিপুরদুয়ারে বৃষ্টির মধ্যে মাথায় ফেস্টুন লাগিয়ে রাস্তায় বনধ সমর্থনকারীরা

আলিপুরদুয়ার: “সকাল থেকে টানা বৃষ্টি আলিপুরদুয়ারে। বিপর্যস্ত জনজীবন। বৃষ্টির মধ্যে মাথায় ফেস্টুন লাগিয়ে রাস্তায় বনধ সমর্থনকারীরা।বনধে বন্ধ যান চলাচল। গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে বনধ সমর্থনকারীরা। পথে নামেনি বেসরকারী বাস।উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস পথে নামলেও তা আটকে দিয়েছে বনধ সমর্থনকারীরা। রয়েছে পুলিশ। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই।সকাল থেকেই আজ আলিপুরদুয়ারের রাস্তায় লোকজনের চলাচল মাঝামাঝি ছিল।

    বনধ্ এর প্রভাব না পড়লেও অন্যান্য দিনের চেয়ে আরো কম ছিল।এর মধ্যে বনধ্ সমর্থনকারীদের দুয়েকবার দেখা গেলেও গোটা আলিপুরদুয়ারে বনধ্ এর কোন প্রভাব পড়ে নি বলে খবর পাওয়া গেছে।আলিপুরদুয়ার ষ্টেশনেও ভীড় একেবারেই কম ছিল।তবে পাড়ার দোকানগুলি একেবারে খোলাই ছিল সকাল থেকেই।আলিপুরদুয়ারের বাজারগুলিও আজ সকাল থেকেই পুরোপুরি খোলা ছিল।লোকজনের বাজারে আনাগোনাও ছিল ভালই।তবে জানা গেছে বিদ্যুত দপ্তরের এবং আলিপুরদুয়ার পুরসভাতে সেভাবে লোকদের দেখতে পাওয়া যায় নি সকাল এগারোটা পযর্ন্ত।