|
---|
উলবেরিয়া: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এক বাম কর্মী। ট্রেনের চালক ব্রেক কষাতে অল্পের জন্য প্রাণে বাঁচল সে। ঘটনাটি ঘটেছে হাওড়া উলবেরিয়া রেল স্টেশনে।
মোদি সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে সোম এবং মঙ্গলবার এসইউসিআই এর তরফ থেকে বন্ধ ডাকা হয়েছে। রাজ্যে বন্ধের জন্য প্রভাব না পড়ে সকাল থেকেই তৎপর রাজ্য সরকার। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এসেছে।
উলবেরিয়া রেল স্টেশনে পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন বন্ধ সমর্থনকারী। উল্টোদিক থেকে লোকাল ট্রেন আসছিল , ট্রেনকে পতাকা হাতে বাধা দেওয়ার চেষ্টা করেন এক বন্ধ সমর্থনকারী। রীতিমতো ছিটকে পড়েন তিনি, ঘটনার গতিপ্রকৃতি বুঝতে পেরে রেলের ড্রাইভার ব্রেক মারেন , অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সে। এই ভিডিও ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।