|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বিমান দুর্ঘটনা নিয়ে ভয়াবহ সত্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভা অধিবেশনের আগে তিনি জানালেন আসল ঘটনা।
সাংবাদিকদের তিনি জানান “বিমানের মুখোমুখি চলে এসেছিল আর একটি বিমান। দুর্ঘটনা ঘটতে পারত। অল্পের জন্য রক্ষা পেয়েছি। মুখোমুখি একই লাইনে চলে এসেছিল দু’টি বিমান। কিন্তু পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে নীচে নেমে আসেন। তাতেই শেষপর্যন্ত দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।”
উল্লেখ্য, এই ঘটনা নিয়ে এখন ডিজিসিএ তদন্ত করছে। নবান্ন থেকে চিঠি লেখা হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে। আগামীকাল, দমদম বিমানবন্দরে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে আইএনটিটিইউসি। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সৌগত রায়, ব্রাত্য বসুরা থাকবেন বলে সূত্রের খবর।