|
---|
হাওড়া: জলপ্রকল্প থাকা সত্বেও দিনের পর দিন জল নিয়ে হাপিত্যেশ বেলুড়ের বিস্তীর্ণ এলাকায়। অনুরোধ-উপরোধে কাজ না হওয়ায় শেষপর্যন্ত শনিবার রাতে প্রায় আড়াই ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা। তাতেই নড়েচড়ে বসে প্রশাসন। এমনকি এক সপ্তাহের মধ্যেই জলের সমস্যা মেটানো হবে, আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন।
জানা যায় রবিবার সকালেই এলাকার জলপ্রকল্পের সমস্যা খতিয়ে দেখতে হাজির হন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। গঙ্গায় জলের স্তর কমে যাওয়া এবং বেশি পরিমাণে পলি জমাকেই দায়ী করেছেন তাঁরা।
কলকাতা পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ মজুমদার জানিয়েছেন “পলির সমস্যা তো আছেই। পাশাপাশি জল তোলার ৩টি মেশিনের মধ্যে একটি মেশিন আংশিক কাজ করছে। সেটিকে সারানো হবে। আশা করছি, এক সপ্তাহের মধ্যে সব মিটবে।”
হাওড়া পুরসভার পুর প্রশাসক মণ্ডলীর সদস্য রেয়াজ আহমেদের দাবি, “পলি পড়ে যাওয়ায় এই সমস্যা হচ্ছে। কেন্দ্রীয় সরকার যদি পলি তোলার কাজ ঠিকমতো করতো তাহলে এই সমস্যা হত না। এক সপ্তাহের মধ্যে সমস্যা মিটবে।”