|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: আজ ৭ ই মার্চ সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। অতিমারি করোনার ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে জীবনের প্রথম বড়ো পরীক্ষার আসরে বসছে ছাত্রছাত্রীরা।
খয়রাসোল ব্লক এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে তাদের হাতে ফুলের চারা, কলম, জলের বোতল, মাক্স ইত্যাদি তুলে দেওয়া হয় পৃথক পৃথক ভাবে স্থানীয় থানা, স্কুল কতৃপক্ষ ও অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে।খয়রাসোল ব্লকের নয়টি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে, মোট পরীক্ষার্থী ২২২৬ জন।
এদিন রসা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ে আগত পরীক্ষার্থীদের হাতে ফুলের চারা দিয়ে উৎসাহ ও শুভেচ্ছা জানান খয়রাসোল দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মহঃ রবিউল ইসলাম। অনুরূপ ভাবে লোকপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের হাতে জলের বোতল তুলে দেন স্থানীয় থানার ওসি সন্তোষ ভকত এবং অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে স্যানিটাইজার, মাক্স ও কলম দেওয়া হয়। খয়রাসোল উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থীদের হাতে জলের বোতল তুলে দেন খয়রাসোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জী।
পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান অনুষ্ঠান উপলক্ষে লোকপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের আহ্বায়ক সুনীল কুমার সাহা এক সাক্ষাৎকারে বিস্তারিত জানান।