রৌদ্রদীপ্ত পত্রিকার উদ্যোগে ঢাকার শাহবাগে নজরুলের প্রয়াণ দিবস।

লুতুব আলি, নতুন গতি : রৌদ্রদীপ্ত পত্রিকার উদ্যোগে ঢাকার শাহবাগে নজরুলের প্রয়াণ দিবস। ২৭ আগস্ট ছিল বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮ তম প্রয়াণ দিবস। এদিন সমগ্র বাংলাদেশ ব্যাপী কবির মৃত্যু দিনটি মর্যাদার সঙ্গে পালন করা হয়। ঢাকার শাহবাগে কবির সমাধিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এছাড়াও বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সংবাদপত্র, সাহিত্য ও সাময়িকীর সদস্যরা, বিশিষ্ট ব্যক্তিরা তাঁদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকা থেকে প্রকাশিত রৌদ্রদীপ্ত সাহিত্য সাময়িকীর পক্ষ থেকে যাঁরা পুষ্পার্ঘ দিয়ে কবিকে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা হলেন : রৌদ্রদীপ্ত সাহিত্য সাময়িকীর উপদেষ্টা ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক, উপদেষ্টা অশোক কুমার ধর, সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির হোসেন গাজী সিনিয়র আয়কর উপদেষ্টা জজ কোর্ট, অ্যাটর্নি জেনারেল সারেয়ার এ রত্না জি সুপ্রিম কোর্ট, সভাপতি মোঃ জাকির হোসেন ডেপুটি লাইব্রেরিয়ান পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা ইউনিভার্সিটি, প্রতিষ্ঠাতা, প্রশাস ক এবং সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী, এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক শারমিন রিয়ান, সহকারি প্রচার সম্পাদক কবি মিয়া বাবরুল, ব্যবস্থাপনা পরিচালক কবি লোকমান হাসান, কোষাধক্ষ কবি শিশির বিন্দু হুমায়ুন কবির চিশতি, কবি রবিচাঁদ প্রমুখ। কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত বর্ধমানের চুরুলিয়া গ্রামের ভূমিপুত্র। অনেকে মনে করেন কাজী নজরুল ইসলামের সমতুল্য প্রতিভা এখনো পর্যন্ত জন্মায়নি। নজরুল ভারতের সন্তান হয়ে বাংলাদেশে নজরুলকে যে সম্মান দেওয়া নজরুলের দেশ কতটুকু দিয়েছে ?