|
---|
শেখ সিরাজ : সুর সপ্তক আয়োজিত সমস্ত ছাত্র ছাত্রীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ২৭শে আগষ্ট রবিবার ধনিয়াখালী মদনমোহন মন্দির প্রাঙ্গণে। অনুষ্ঠানের শুরুতেই পন্ডিত জ্ঞান প্রকাশের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন সুর সপ্তকের সভাপতি মোহিত সামন্ত এবং পার্থ মল্লিক। এরপর বিভিন্ন বিষয়ে টালেন্ট সার্চের পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ পুরস্কারে পুরস্কিত করা হয় অর্ক প্রভ কর্মকার এবং বিকিরণ সামন্ত কে। এই অনুষ্ঠানে দক্ষতার সঙ্গে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সৌরিমা বসু রায়,সৃজনী বসু রায়,প্রাপ্তি মল্লিক, মৌমিতা মল্লিক,সপ্প্রীতি পাল,সংযুক্তা সরকার এবং আরো অনেক শিল্পী রা। এছাড়া ছোট ছোট শিশুদের তবলা লহড়া সকলের মন ভরিয়ে দিয়েছিল। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন পার্থ মল্লিক মহাশয়।