|
---|
নতুন গতি নিউজডেস্ক:শ্রোতাদের ভালোবাসায় “আবার দেখা হবে”
“আবার দেখা হবে” –জনপ্রিয় ও বিখ্যাত সঙ্গীতশিল্পী সুমন শরীফের আন্তরিক উদ্যোগে এই বিশ্বের এই মুহূর্তের সব চেয়ে মারণ সমস্যা করোনা ভাইরাস এর সাথে মানব সভ্যতার লড়াই এর সাথে গোটা পৃথিবীর অনেক গুণী ও বিখ্যাত শিল্পীদের একসাথে মানব সভ্যতার উদ্দ্যেশ্যে একজোট হয়ে বার্তা নিবেদন। তাঁর এই উদ্দ্যোগে সমগ্র মানবজাতির প্রতি প্রার্থনা নিবেদন করেছেন এই সমস্ত গুণী শিল্পীবৃন্দ। গোটা পৃথিবীর অনেক দেশের গুণী শিল্পী বৃন্দ এই শুভাশিস বার্তায় সামিল হয়েছেন সুমন শরীফের আহ্বান এ। মুঠোফোনে তিনি আমাদের প্রতিবেদক কে জানান তিনি এই রকম শ্রোতাবন্ধুদের সাড়া পেয়ে খুব অনুপ্রাণিত হয়েছেন এবং তিনি জানিয়েছেন এই বার্তায় তার প্রিয় ও গুণী শিল্পীবন্ধুদের পেয়ে খুব আপ্লুত ও কৃতজ্ঞ । এই বার্তা ভিডিওটি গোটা পৃথিবী তে ভাইরাল হয়েছে ও মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। সুমন জানান “আবার দেখা হবে ” ভিডিও বার্তায় তিনি পাশে পেয়েছেন প্রবাদপ্রতিম শিল্পী তিমির নন্দী, বাপ্পা মজুমদার , পান্থ কানাই, বিখ্যাত সঙ্গীত পরিচালক মীর মাসুম ও তিতাস কাজী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী বৃন্দ সিঁথি সাহা,পরাগ হোসেন, ইথুন বাবু, পলাশ সাজ্জাদ, শহিদুল আলম রতন, পুলক, মুহিন খান, জাহাঙ্গীর রানা, সাইদা তানি, রিপা রাকিব,সেলিম চৌধুরী, মালা, শিরিন জাওয়াদ , আবিদ রনি , আশিক, জয়িতা, রাইহান চৌধুরী ও বিখ্যাত গীতিকার শফিক তুহিন ও রবিউল ইসলাম জীবন , জনপ্রিয় rj স্যান্ডিমান uk এবং তিনি জানান ভারত থেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুমনা সামন্ত মুখার্জি কে পেয়ে খুব আনন্দিত। পৃথিবী আবার সুন্দর হয়ে উঠুক এবং এক নতুন ভোরের সুরেলা ছোঁয়ায় আমাদের সকলের সাথে ” আবার দেখা হবে “। সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন সকলে।