|
---|
নতুন গতি প্রতিবেদক : আজ আরামবাগের কালীদোনা গ্রামে ভগিনী নিবেদিতা মহিলা ব্রতচারী মন্ডলীর উদ্যোগে মহিলাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করে। ভগিনী নিবেদিতা মহিলা ব্রতচারী মন্ডলীর সভানেত্রী সহেলী চক্রবর্তী জানান, গ্রামাঞ্চলে পিরিয়ডের দিনগুলো তারা যাতে কাপড় বাদ দিয়ে নানা বয়সী নারীকে স্যানিটারি ন্যাপকিনে অভ্যস্ত করার লক্ষ্যে এই কর্মসূচি। তবে সঠিক উপায়ে প্যাড ব্যবহারে বিশেষ করে কিশোরীরা এখনও সচেতন নয় বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, আমরা তাদের প্রতি বিশেষ মনোযোগ দেই এবং খোলামেলা কথা বলি। এছাড়াও আগামী দিনে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজন মাফিক পরামর্শ দেওয়া হবে।