রামপুরহাট কান্ড: সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হিন্দু সেনার; সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

নতুন গতি নিউজ ডেস্ক: রামপুরহাট কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন হিন্দু সেনারা সভাপতি।

    দায়ের করা পিটিশনে জানানো হয় “এই ঘটনার পর বোঝাই যাচ্ছে বাংলার মানুষের মৌলিক অধিকার বিঘ্নিত হচ্ছে। তাই বগটুই কাণ্ডে হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত এই ঘটনার তদন্তে একটি সিট গঠন করুক। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে সিট গঠন করা হোক। সিবিআই তদন্তের নির্দেশ দিক সুপ্রিম কোর্ট।”

    অন্যদিকে, এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

    প্রধান বিচারপতির নেতৃত্বেই চলবে তদন্ত। তদন্তের স্বার্থে সিট আর কোনও পদক্ষেপ করতে পারবে না। সিবিআইয়ের হাতে ধৃত ও সন্দেহভাজনদের তুলে দিতে হবে। আগামী ৭ এপ্রিলের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট হাই কোর্টে জমা দিতে হবে সিবিআইকে।