শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সাগরদিঘীতে

রহমতুল্লাহ,সাগরদিঘী : প্রতি বছরের ন্যায় এ বছরও মুর্শিদাবাদের সাগরদিঘী সুরেন্দ্র নারায়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো শীতার্তদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। সাগরদিঘী হিউম্যান সার্ভিস চ্যারিটেবিল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ও সাগরদিঘী থানার যৌথ উদ্যোগে। ২রা জানুয়ারি রবিবার বিকেল ৩টের সময় প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। এদিন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তামিজউদ্দিন মল্লিক, বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক শচীন পাল, নাট্যকার রবীন দত্ত, সমাজ সেবক পরিতোষ বন্দ্যোপাধ্যায়, সমাজসেবক কিসমত আলী, ভারতী হাসদা কর্মদক্ষ জেলা পরিষদ, সাহাদাত হোসেন প্রাক্তন আর্মি, প্রদীপ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আর্মি, এছাড়াও অনেক বিশিষ্ট ব্যাক্তিত্ব। বিশিষ্টজনদের বক্তব্যের মধ্যে ফুটে ওঠে স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত বাণী ‘‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর!’’ তাই মানুষ হয়ে মানুষের সেবা করা উচিত। আসুন আমরা এই শীতের দিনে অসহায় দুস্থ শীতার্তদের পাশে দাঁড়াই। বিশিষ্ট নাট্যকার রবীনদত্ত ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান তুলে ধরেন ‘‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। ট্রাস্ট এর সম্পাদক মো: রাহেদ শেখ জানান আমরা শীতার্তদের কথা ভেবেই সাগরদিঘীর প্রায় ৪০০ দুঃস্থ অসহায়দের শীতবস্ত্র উপহার স্বরূপ বিলি করলাম। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন টিপু সেখ ।