|
---|
নিজস্ব সংবাদদাতা :দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ চলছে। ইতিমধ্যেই ৪০° পার করে গেছে তাপমাত্রা। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহ। তবে উত্তরবঙ্গের ৬ জেলা কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে।
দার্জিলিং কার্শিয়াং কালিংপং মিরিকে পরিবেশ অত্যন্ত মনোরম। দক্ষিণের মতো রোদের ঝলকানি নেই। তাই একটু শীতলতার পরশ পেতে পর্যটকদের ডেস্টিনেশন হয়ে গেছে পাহাড়। দার্জিলিং ও সিকিমে পর্যটকদের ঢল নেমেছে। পাহাড় থেকে ফিরতে চাইছে না মন।
টাইগার হিল ,ম্যাল, চিড়িয়াখানা সব জায়গাতেই পর্যটকদের ভিড়। দার্জিলিঙে দিনের বেলা তাপমাত্রা থাকছে ১৪ ডিগ্রি, বিকালের পর থেকে তাপমাত্রা আরো কমছে। যথেষ্ট উপভোগ্য পরিবেশ, তাই অনেকেই ছুটে যাচ্ছেন দার্জিলিং সিকিমে।
প্রসঙ্গত গত সপ্তাহে লাগাতার তিন দিন সিকিমে তুষারপাত এর ঘটনা ঘটেছে। দক্ষিণবঙ্গ যখন দহন জ্বালায় জ্বলছে উত্তরে অনেকটাই স্বস্তি। অনেক পর্যটক রায় জানিয়েছেন কলকাতায় বাইরে বের হওয়া যাচ্ছে না লু চলছে, তবে পাহাড়ে দুর্দান্ত পরিবেশ।
এরকম পরিবেশে থাকতে পছন্দ করছেন পর্যটক মহল।