|
---|
নিজস্ব সংবাদদাতা :ঘূর্ণিঝড় মোকার মোকাবিলা করতে প্রস্তুত বাংলাদেশ। যেকোনো পরিস্থিতিতে মোকাবিলা করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মোকাবিলা বাহিনীকে।
চারটি বন্দর সংলগ্ন এলাকাকে ইতিমধ্যে সাবধানতার নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গপসাগরে থাকা নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
উপকূলবর্তী এলাকায় মাছ ধরার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। সূত্রে খবর মিলেছে, শনিবার সন্ধ্যের পর থেকে রবিবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড় মোকা বাংলাদেশে আছড়ে পড়তে পারে।
সেজন্য আগেভাগেই সতর্কতা জারি করা হয়েছে। এটি একটি সুপার সাইক্লোনে পরিণত হবে এমনটাই মনে করা হচ্ছে। বেশ কয়েক বছর ধরে মে মাসের লাগাতার ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে বাংলাদেশ।
আমফান ইয়াস, আশনি, বিগত বছরের মে মাসে হানা দিয়েছে। ঘূর্ণিঝড় মোকার মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ।