|
---|
নিজস্ব সংবাদদাতা : পর্তুগালকে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে নিয়ে পৌঁছে গেল দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার কাছে এই ম্যাচ ছিল মরণ বাচন, অপর দিকে পর্তুগাল আগেই রাউন্ড অফ সিক্সটিনের জন্য কোয়ালিফাইং করে গিয়ে যাওয়ায় তাদের চাপ অনেকটাই কম ছিল। দক্ষিণ কোরিয়া শুরু থেকে অ্যাটাকিং ফুটবল খেলা শুরু করে, ৫ মিনিটে গোল করে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। এরপর ম্যাচের ২৮ মিনিটে সমতা ফেরায় পর্তুগাল। বিরতি পর্যন্ত দুটি দল ১-১ গোল করে। ম্যাচের দ্বিতীয় হাফ শুরু হতেই আরো বেশি করে অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। ম্যাচের একেবারে অন্তিমলগ্নের ৮৬ মিনিটে আরো একটি গোল করে ম্যাচে নিজেদের জয় নিশ্চিত করে।