আবেদনে সাড়া দিলো মানুষ, অবশেষে কিডনি নষ্ট হয়ে যাওয়া লোকনাথের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলো স্পন্দন ফাউন্ডেশন

নতুন গতি : বীরভূমের কীর্ণাহারের সপ্তম শ্রেণীর একটি বাচ্ছা ছেলে নাম লোকনাথ দাস, বয়স – ১৩, ৪ মাস আগে কিডনিতে সমস্যা দেখা দেই ১ টি কিডনি পুরো খারাপ হয়ে গেছে আর একটি কিডনি ও খারাপ এর পথে। বর্তমানে পিজি হাসপাতালে ভর্তি আছে। ডাক্তারবাবু বলে দিয়েছেন কিডনি পাল্টাতে হবে।

    লোকনাথের বাবা গাড়ি চালায়, লকডাউন এর জন্য সেই কাজ ও বন্ধ। বাড়ির অবস্থা খুব ই খারাপ। আর্থিক অবস্থা খুব খারাপ হওয়ায় ওষুধ পত্র, কলকাতা যাতায়াত, অনুসঙ্গিক চিকিৎসা খরচা করতে খুব ই অসুবিধা হয়ে পরছে পরিবারে। এমন অবস্থায় লোকনাথের পরিবারের পাশে দাঁড়ালো স্পন্দন ফাউন্ডেশন।

    লোকনাথের সাহায্যের জন্য ১৯ জুলাই স্পন্দন ফাউন্ডেশন মানুষের কাছে আবেদন জানাই। এবং অবশেষে মানুষ তাদের ডাকে সাড়া দেই। জনগণের ডোনেট করা সেই টাকা লোকনাথের পরিবারের হাতে তুলো দিলো ফাউন্ডেশন।

    স্পন্দন ফাউন্ডেশনের বীরভূম কীর্ণাহার শাখা সোমবার লোকনাথের পরিবারের সাথে সাক্ষাত করে ১৫ হাজার টাকা তুলে দেই। এবং ফাউন্ডেশন জনগণের কাছে দাবি জানাই সকলে যেনো লোকনাথের সাহায্যের জন্য এগিয়ে আসে।

    উল্লেখ্য যে প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়ায় স্পন্দন ফাউন্ডেশন, তাছাড়াও রক্ত সংকট মেটাতে প্রতিনিয়ত তাঁরা রক্ত দান শিবিরের আয়োজন করে থাকেন।