|
---|
রাহুল রায়, নতুন গতি, পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্প হচ্ছে। আজ দ্বিতীয় ক্যাম্প। এখানে ১১ টি প্রকল্পের উপর একটি ক্যাম্প করা হয়েছে। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দা,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান,উপ-প্রধান জগন্নাথ রুদ্র সহ সরকারি আধিকারিকরা। এই ক্যাম্পে রেশন কার্ড সংশোধন করতে এলাকার মানুষদের লম্বা লাইন। প্রধান জানালেন,খুব সুন্দর ও সুষ্ঠুভাবে আমাদের ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে,মানুষ খুশি। স্থানীয় বাসিন্দারা টুম্পা কর্মকার জানান, আজ দুয়ারে সরকার প্রকল্পে আমরা এসেছি শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত অফিসে একই দিনে নানান প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ায় ধন্যবাদ বর্তমান সরকারকে।