স্টার থিয়েটার মুক্ত মঞ্চে কাব্যাঙ্কুর নিবেদিত একটি বাচিক সন্ধ্যা ।

লুতুব আলি,৩ এপ্রিল : স্টার থিয়েটার মুক্ত মঞ্চে কাব্যাঙ্কুর নিবেদিত একটি বাচিক সন্ধ্যা ।কবিতা কে নিয়ে অনেক সময় যখন প্রশ্ন ওঠে এটি শিল্পের পর্যায়ে পড়ে কিনা ? এই ধরনের প্রশ্ন ও সমালোচনাকে মোকাবিলা করে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে কাব্যাংকুর প্রমাণ করল কবিতা একটি শিল্প। বাংলার কবিতা পিপাসুদের মননে স্থান করে নিয়েছে এই সংস্থাটি ।কবিতা কে নিয়ে নিরলসভাবে গবেষণা করে চলেছেন কাব্যাংকুরের কর্ণধার বিশিষ্ট বাচিক শিল্পী তবস্যুম । ২ এপ্রিল স্টার থিয়েটার মুক্তমঞ্চে তিনি একটি বাচিক সন্ধ্যার আয়োজন করেছিলেন।আক্ষরিক অর্থে এদিনের সন্ধ্যাটি বর্ণময় হয়ে উঠেছিল। ঐতিহ্যবাহী স্টার থিয়েটারের মুক্ত মঞ্চটি আবৃত্তি র অনুরণনে একাকার হয়ে গিয়েছিল। তবস্যুম জানান, কেবল তিলোত্তমা কলকাতা নয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে সংস্থাটির সদস্য সদস্যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঘষিকা মধুমিতা বসু, কবি সব্যসাচী দেব, রত্না দেব প্রমুখ। বিশ্বায়নের প্রভাবে বাংলা ভাষা যখন রসাতলে যেতে বসেছে সেই সময় এই সংস্থাটি বাংলা ভাষা ও বাংলা কবিতা নিয়ে নিরন্তর প্রয়াস অব্যাহত রাখায় অনুষ্ঠানের অতিথিরা এ ব্যাপারে ভূষি প্রশংসা ভুয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আহ্লাদী বিভাগে অংশগ্রহণ করে অনিকা, অহনা, ঋত্বিকা। কিশলয় বিভাগে অনুরনিত, সৌম্যদীপ, সায়নী, সুজানা, ধ্রুবাংশু, বিশান, ঐশানী, শর্মিতা, হিতৈষী, সানভি, তন্নিষ্ঠা, সুদীপ্তা, সৃজন, মহরিজা, শিবাংশী, ভ্রামরী, সমৃদ্ধি,আইন্দ্রি, আরুহি, ঋদ্ধি। সবুজের অভিযান বিভাগে তপব্রত, ময়ূখ, সায়ন্তিকা, সম্পৃক্তা, রাজন্যা। শেষ সপ্তক বিভাগে স্বাগতা, ডলি, সুদেষ্ণা, শতাব্দী, শিবাজী, এলিজা রা নজর কাড়ার মত অনুষ্ঠান করেন। একক আবৃত্তিতে কাব্যাং কুরের কর্ণধার অসাধারণ অনুষ্ঠান করেন। দ্বৈত কন্ঠে আবৃত্তি করেন গৌরব ও অঙ্কিতা। ছোটদের শ্রুতি নাটকে সৌম্যদীপ,ঐশানি, অনুরনিত, শিবাংশী, সুজানা, সূর্য দিপ্তা ও অসাধারণ। নৃত্যে অঙ্কিতা, গৌরব, আড়ি, পূবালী বেশ সাবলীল ছিলেন। আবাহ সংগীত আশীষ ঘোষ। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন আকাশবাণীর শিল্পী তাপস চৌধুরী।