মনরেগার মজুরি বকেয়া ঘিরে কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা

নতুন গতি নিউজ ডেস্ক: মনরেগার চার হাজার কোটি টাকার বেশি মজুরি বকেয়া ঘিরে কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এমনকি এই সংক্রান্ত অন্যান্য ক্ষেত্রেও আটকে আছে আরও ন’হাজার কোটি টাকা।

    জানা গিয়েছে, গ্রামীণ বিকাশ ও পঞ্চায়েতি রাজ সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটিতে এক জরুরি বৈঠকে এই সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। যার জেরে দুশ্চিন্তা প্রকাশ করে মজুরি বৃদ্ধি, প্রকল্পের বাজেট বৃদ্ধি-সহ সরকারের কাছে বেশ কিছু মূল্যবান পরামর্শ দিয়েছে কমিটি। উল্লেখ্য, চলতি অর্থবর্ষে ৭৮ হাজার কোটি টাকার বরাদ্দ পরিমাণ কমিয়ে ৭৩ হাজার কোটি টাকা করার আপত্তি জানিয়েছেন কমিটির সদস্যরা।