গাঁধীজীর হত্যাকারী, স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসী নাথুরাম গডসের মৃত্যুবার্ষিকী পালন করলো হিন্দু মহাসভা

নতুন গতি ওয়েব ডেস্ক : মহাত্মা গাঁধীর ঘাতক নাথুরাম গডসে, তাঁর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে চক্রী নারায়ণ আপ্তের ৭১-তম মৃত্যুবার্ষিকী পালন করল হিন্দু মহাসভা। ১৯৪৯ –এর ১৫ নভেম্বর দুজনকে গাঁধী হত্যায় দোষী সাব্যস্ত করে অম্বালা জেলে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। দিনটিকে বলিদান দিবস হিসাবে পালন করে মহাসভা। রবিবার গোয়ালিয়রে সংগঠনের দপ্তরে আমাদের সদস্যরা আরতি করেন, গডসে ও আপ্তেকে দৌলতগঞ্জে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বলে জানিয়েছেন মহাসভার জাতীয় সহ সভাপতি ডঃ জয়বীর ভরদ্বাজ।

     

    গোয়ালিয়রের দপ্তর থেকে তিন বছর আগে বাজেয়াপ্ত করা গডসের আবক্ষ মূর্তিটি প্রশাসন ফেরত না দিলে তারা নতুন একটি মূর্তি বসাবে বলে জানিয়ে দেন। বলেন, মে মাসের মধ্যে ফেরত দিতে হবে মূর্তিটি।তিনি দাবি করেন, বেসরকারি ভবনে আবক্ষ মূর্তি বসানো অপরাধ নয়, সংবিধানেও তার পূজার গ্যারান্টি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, জেলা কর্তৃপক্ষ ২০১৭-র নভেম্বরে গডসের মূর্তিটি বাজেয়াপ্ত করে। মহাসভার প্ল্যান ছিল, মূর্তি বসিয়ে ওই অফিসকে তাঁর মন্দিরে পরিণত করবে। কিন্তু তা বানচাল করে দেয় প্রশাসন