|
---|
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: সদর মহকুমা শাসকের নেতৃত্বে রবিবার বিভিন্ন পিকনিক স্পটগুলোতে চলল মাস্কহীনদের বিরুদ্ধে অভিযান। রবিবার জলপাইগুড়ির তিস্তা স্পারের বেশ কয়েকটি জায়গায় আচমকাই অভিযান চালান সদর মহকুমা শাসক সুদীপ পাল। পিকনিক স্পটগুলোতে অভিযান চালিয়ে সাধারণ মানুষদের সচেতন করেন তিনি।
করোনা নিয়ে সরকারি নির্দেশ পালন করার নির্দেশ দেন সকলকে। পাশাপাশি পিকনিক স্পটগুলোতে এদিন যে কোনও ধরনের উচ্চস্বরে বাজানো মাইক ও সাউন্ড সিস্টেম বন্ধ রাখার নির্দেশ দেন সদর মহকুমা শাসক সুদীপ পাল। এই অভিযানে তাঁর সঙ্গে ছিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ, সিভিল ডিফেন্সের সদস্যরা।