|
---|
মালদা-চলছে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালু করা হয় সরকারি কড়া বিধিনিষেধ। তা সত্বেও মানুষের মধ্যে এখনও অসচেতনতার অভাব। পথচলতি অনেকের মুখে মাস্ক দেখা যাচ্ছে না। এমনকী অটো, টোটোতেও নয়। যেখানে চালকদের বলা হয়েছিল মাস্ক না পরলে যাত্রীদের না তোলার ব্যাপারে। কিন্তু উল্টো চিত্র দেখা গেল শনিবার। চালকের মুখে যেমন মাস্ক নেই, তেমনই যাত্রীদের মুখেও না। আবার রথবাড়ি বাজারে ক্রেতা থেকে বিক্রেতা-অনেকরই মুখে মাস্ক দেখা যাচ্ছে না। এই নিয়ে আতঙ্ক শুরু হয়েছে। মানুষ সতর্ক না হলে আবারও বাড়তে পারে করোনার প্রকোপ।