|
---|
জৈদুল সেখ, বহরমপুর: গত দুই বছর ধরে প্রতিবন্ধী স্কুলে অচল অবস্থার অভিযোগ উঠল বহরমপুর শহরের মহারানী লিলিমা প্রভারানী সরকারি প্রতিবন্ধী স্কুলে। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের লিলিমা প্রভারানাী প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকেরা অচল অবস্থার অভিযোগ আনল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। একরাশ ক্ষোভ উগরে দিলেন মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই বিদ্যালয়ের পাঠরত পড়ুয়াদের অভিভাবকেরা। মঙ্গলবার স্কুল পরিচালন কমিটি ও বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি দলের সঙ্গে এই বিষয়ে বহরমপুর মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অভিযোগ জমা করেন।
এই প্রতিবন্ধী স্কুলের কমিটির সদস্য নিজামউদ্দিন বিশ্বাস বলেন ” এই প্রতিবন্ধী স্কুল এবং হোস্টেলের অবস্থা এতটাই খারাপ যে সপ্তাহে দু-তিন দিন কোনো রকমে ক্লাস হয় আর ক্লাস হলে তবেই শিক্ষার্থীরা মিড ডে মিল পায় নয়লে অনাহারেই থাকতে হয়। এমনকি খিদের তাড়নায় অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী রাস্তায় নেমে ভিক্ষা চেয়ে খাবার খাচ্ছে এর চেয়ে অপমানজনক আর কী হতে পারে। ”
এদিন স্কুলের অভিভাবক লুৎফুর রহমান বলেন যে ” গত নব্বই বছর ধরে চতুর্থ শ্রেনি পর্যন্ত পড়ুয়া পড়াশোনা করছে কিন্তু বর্তমানে এই স্কুল কার্যত অচল অবস্থায় চলছে। প্রতিবন্ধীদের এই বিদ্যালয় হোস্টেলের খাবার থেকে শুরু করে বিদ্যালয়ের পঠন পাঠন পুরোটাই বেহাল। শিক্ষকের অভাব তো ছিল বার বার কোনো সুরাহা পাওয়া যায়নি। ” এই বেহাল অবস্থা কাটাতে বহরমপুর মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। যদিও অভিভাবকদের প্রশ্নগুলি সাংবাদিকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে করলে কোনরকম সদুত্তর পাওয়া যায়নি। তবে বহরমপুর মহকুমার শাসক প্রভাত চট্টোপাধ্যায় জানান অভিভাবকদের সঙ্গে এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করা হলো এবার খতিয়ে দেখা হবে এবং স্কুলে যে সমস্ত বিষয়ে ক্ষোভ রয়েছে অভিবাবকদের তাও মেটানোর চেষ্টা করা হবে। তবে ৯০ বছরের প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশ্ন ওঠায় কার্যত বিপাকে বিদ্যালয় কর্তৃপক্ষ।