আতশ বাজি এবং খাদ্য সামগ্রী অগ্নিমূল্য বৃদ্ধি রুখতে ডায়মন্ড হারবার বাজার পরিদর্শন মহকুমা শাসক শ্রী সুকান্ত সাহার

বাইজিদ মন্ডল,নতুন গতি ডায়মন্ড হারবার: রাজ্য সরকারের নির্দেশ মেনে আজ দক্ষিন ২৪পরগনার ডায়মন্ড হারবার স্টেশন সংলগ্ন এলাকায় বাজার পরিদর্শন ও রেড করা হলো l উপস্তিত ছিলেন,ডায়মন্ড হারবার মহকুমা শাসক শ্রী সুকান্ত সাহা, ও এসডিপিও শ্রী সান্তনু সেনের নেতৃত্বে, প্রশাসনিক কর্মকর্তা দের সঙ্গে নিয়ে এই রেড করা হয়েছে l এবং দ্রব্র মূল্য বৃদ্ধি ও কালোবাজারি রুখতে বাজারে নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী ও আলু ও পেঁয়াজ এর দাম যাচাই করা হয় l এদিন বাজারে পাইকারি ও খুজরো বিক্রেতাদের সাথে কথা বলা হয়, ক্রেতাদের সাথেও কথা বলা হয়েছে l এবং এসব কিছুর পাশাপাশি হাইকোর্টের নির্দেশ ছিলো এবছরে কালিপুজাতে আতশ বাজি বিক্রয় নিষিদ্ধ করা হয়েছিল I মহামান্য আদালতের নির্দেশ কে অমান্য করে এক ব্যাবসাহী আতশ বাজি বিক্রয় করছিল,তখনই ডায়মন্ড হারবার মহকুমা শাসক শ্রী সুকান্ত সাহা হাতেনাতে ধরে ফেলেন,এবং তাকে গ্রেফতারও করা হয়,সাথে সাথে প্রচুর উদ্ধার করা আতশ বাজি বাজেআপ্ত করা হয় I এই অভিযান সমস্ত বাজারে চলবে বলে মহকুমা শাসক জানিয়ে দিয়ে জান।