গ্রামবাসীর চাপে পড়ে বিজেপি নেতা কাটমনির টাকা ফেরত দিলেন শুভাশিস মহাপাত্র

নতুন গতি নিউজ ডেস্ক। পশ্চিম মেদিনীপুর;গ্রামবাসীদের চাপে কাটমানির টাকা ফেরত দি‌লেন নারায়ণগড় ব্লকের বিজেপি–র মধ্যমণ্ডল সভাপতি শুভাশিস মহাপাত্র। নারায়ণগড় ব্লকে শুভাশিসের বিরুদ্ধে পোস্টার পড়েছিল। ব্লক তৃণমূল সভাপতি মিহির চন্দের অভিযোগ,  বিজেপি–র এই নেতা আগে বহুবার চাপ দিয়ে টাকা আদায় করেছেন খালিনা গ্রামের তৃণমূল প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুশান্ত ধলের কাছ থেকে।  শুভাশিস বলেন, ‘‌আমার কাছে ১ লাখ ৪৫ হাজার টাকা জমা ছিল। যেটা খালিনার প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুশান্ত ধলের কাছ থেকে আদায় করা। এলাকাবাসীকে পাঁচ হাজার টাকা করে ফেরত দেওয়া হল।’‌ বুধবার ২৯ জনকে টাকা ফেরত দেওয়া হয়েছে। বিজেপি নেতা তপন লোধা জানান, এই পাঁচ হাজার টাকা তঁাদেরই দেওয়া হয়েছে যাঁদের বাড়ি ভগ্নপ্রায়। যেসব বাড়ি এখনও সম্পূর্ণ হয়নি তার জন্য টাকা দেওয়া হয়নি। সুশান্ত ধল বলেন, ‘‌যে কটি আবাস যোজনার বাড়ির প্রকল্প এসেছিল তার কাজ প্রায় শেষ পর্যায়ে। লোকসভা নির্বাচনের পর চাপ দিয়ে ওই বিজেপি নেতা টাকা আদায় করেন। আবাস যোজনার সুবিধে পাওয়া প্রত্যেককে মাথাপিছু পাঁচ হাজার টাকা অতিরিক্ত দিতে হয়েছে। শেষ কিস্তিতে আরও কিছু টাকা ঢোকার কথা ছিল। বাড়তি পাঁচ হাজার টাকা দেওয়ার চাপ দেওয়া হয়েছিল।’‌