মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের পারামেডিক্যাল ছাত্রদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

সামিম হোসেন, বহরমপুর : মুর্শিদাবাদে প্রতিনিয়তই রক্তের সংকট দেখা দিচ্ছে।থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে বিভিন্ন মুমূর্ষু রোগীদের প্রতিনিয়তই রক্তের প্রয়োজন দেখা দিচ্ছে। এই প্রয়োজন মেটাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের (পারামেডিক্যাল) আল্যায়েড মেডিক্যাল ছাত্রছাত্রীদের পরিচালনায় ৯ই মে সোমবার রবীজয়ন্তীর দিন স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এম.এস.ভি. পি ড:অমিয় কুমার বেরা,এনেস্থেসিওলজির এসিস্টেন্ট প্রফেসর সুস্মিতা ঘোষ,মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকের এম.ও. জয়ন্ত বিশ্বাস, এনেস্থেসিওলজির আর.এম.ও. ড: সুমন বিশ্বাস।ড: বেরা বলেন “রক্ত দান মানে মহৎ দান।এই রক্তদানে যে মেডিক্যাল কলেজের ছাত্ররাই এগিয়ে এসেছে এটা দেখি আমি খুবই খুশি হয়েছি। আসা রাখছি পরোবর্তিতেও তোমাদের কাছ থেকে এরকম কর্মসূচি দেখতে পাবো।”

    ড:সুমন বলেন,”রক্তদান মানে মহৎ দান ,এই রক্তের জন্য আমাদের অনেক সময় দূরদূরান্ত যেতে হয়। আজকের এই কর্মসূচি করার জন্য আল্যায়েড মেডিক্যাল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক ও অভিনন্দন জানাচ্ছি।”
    আল্যায়েড মেডিক্যাল কলেজের ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক বসিরুল বলেন,”এখন বিভিন্ন ব্লাড ব্যাংক গুলোতে ব্লাডের ক্রাইসিস দেখা যাচ্ছে এই ক্রাইসিস মেটানোর জন্যই আমরা এই রক্তদান শিবিরের কর্মসূচি।”
    ইন্টার্ন ছাত্র ঋত্বিক বলেন ,”এই রক্তদানের মধ্যে দিয়ে আমরা সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে অনুপ্রেরণা জাগাতে চেয়েছি যেনো আমাদের দেখে এই রক্ত দানের মতো মহৎ কাজে অনেকেই এগিয়ে আসে।”
    এই শিবিরে মোট 60 জন রক্তযোদ্ধা স্বেচ্ছায় রক্তদান করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলো প্যাথোলজিস্ট স্বপন কুমার,ড:সুমন ঘোষ, বায়ওকেমিস্ট অনিকেত পাল ও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই শিবিরটি সকাল 10 টা থেকে শুরু করে বিকেল 4 টা অব্দি চলে।এই রক্তদান শিবির নিঃসন্দেহে ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট মেটাতে সাহায্য করবে। তারা এই 60 ব্যাগ রক্ত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেন।