|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: সোমবার ররীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে রবীন্দ্র সদনে আয়োজিত অনুষ্ঠানে, নোবেল পদক চুরি কান্ডে, সিবিআইয়ের ব্যর্থতাকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু-সহ বহু বিশিষ্টজনেরা।
তিনি বলেন “বামফ্রন্ট আমলের ঘটনা। সিবিআই তদন্ত করছিল। তদন্ত প্রক্রিয়া সম্ভবত সিবিআই ক্লোজ করে দিয়েছে। নোবেল উদ্ধারই হল না, এটা লজ্জার। আমরা যেটা পেলাম, সেটা কেউ নিয়ে নিল, হারিয়ে দিল। এটা বড় অসম্মানের। এটা ভীষণ গায়ে লাগে। তবে মনে রাখবেন, একটা নোবেল প্রাইজ গেলেও রবীন্দ্রনাথকে কোনওদিন ভোলা যাবে না। কবিগুরু একজনই হন।”