সুস্মিতা দেব: প্রথম সাংবাদিক সম্মেলনে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নতুন গতি নিউজ ডেস্ক: মঙ্গলবার দিল্লিতে প্রথম সাংবাদিক সম্মেলন করেন সদ্য তৃণমূলে যোগদান করা প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। তিনি স্পষ্ট জানান তৃণমূলে যোগদান দেওয়া মানে এই না যে সোনিয়া গান্ধীর হাত ছেড়েছেন।

    কংগ্রেসের সঙ্গে তাঁর পরিবারের চার প্রজন্মের সম্পর্ক। এ হেন সিদ্ধান্তে সেই সম্পর্ক ছিন্ন হবে না বলেই মনে করেন সুস্মিতা। বরং তাঁর যুক্তি এ একরকম গাঁটছড়া। এদিন সুস্মিতা প্রকাশ্যেই মন্তব্য় করেন,  ভবিষ্যতে রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দি নতুন পথ দেখাবে।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন “আমার বাবার সঙ্গে মমতাদির সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। ২০০৬ সালে ওকালতি করতাম। তখন মমতাদির একটানা ২৬ দিনের অনশন আমার মনকে নাড়া দিয়েছিল। মমতাদি যে সাহস দেখিয়েছেন, যে কাজ করে দেখিয়েছেন তা অন্য কেউ পারে বলে মনে হয় না।”