বিজেপির দখলকৃত কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত আজ পুনঃ দখল নিল তৃণমূল কংগ্রেস

হাসান লস্কর বাবলু, কুলতলি : গত ইংরেজি 04/08/2021 চব্বিশ আসন বিশিষ্ট গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী মাঝি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন ২২ জন সদস্য সদস্যা, তা সর্বসম্মত ভাবে গৃহীত হয় । বিগত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৬ আসন পায় নির্দল ১ বিজেপি ৫ এস ইঊ সি আই ২ সদস্য ছিল। বিগত পঞ্চায়েত নির্বাচনের কয়েক মাসের পর কুলতলী বিধানসভা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল মাঝি দুই হাজার কুড়ি বিধানসভা নির্বাচনে আগে তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েতে পরিণত হয় ,২০২১ বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শ্রী গনেশ চন্দ্র মণ্ডল কে পার্থী করলে তিনি পঞ্চাশ হাজারের অধিক সংখ্যক ভোটে বিজয়ী হন। আর তার পর থেকে কুলতলি বিধানসভার বিরোধী দলের থাকা এক এক করে পঞ্চায়েত গুলি তৃণমূল কংগ্রেসের দখলে আনেন। তেমন আজ ২৪ আসন বিশিষ্ট গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত বাইশ সদস্য দের অনুমতিতে তৃণমূল কংগ্রেসের দেবী রানী নস্কর প্রধান নির্বাচিত হন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেল ।