নন্দীগ্রাম মামলা স্থানান্তরের জন্য সুপ্রিম কোর্টে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

নতুন গতি ওয়েব ডেস্ক: নন্দীগ্রাম মামলা স্থানান্তরের জন্য সুপ্রিম কোর্টে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা বাংলা থেকে অন্য কোনও রাজ্যে স্থানান্তরিত করার জন্য আবেদন জানান তিনি।

    আবেদনপত্রে বলা হয়েছে, বিচারপতি কৌশিক চন্দ যখন এই মামলা থেকে সরে আসেন, সেই সময় তিনি বলেছিলেন যে বিচারব্যবস্থার ওপর চাপ তৈরি ও কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই মুখ্যমন্ত্রীকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারীর দাবি, এই রাজ্যে বিচার প্রক্রিয়া হলে সেই মামলার সুবিচার হবে না। তাই মামলা অন্য রাজ্যে স্থানান্তর করার দাবি জানিয়ে আবেদন শুভেন্দু অধিকারীর। এবার শীর্ষ আদালত কী নির্দেশ দেয়, তাই এখন দেখার।