|
---|
নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর: সৃজনশীল শিল্পসৃষ্টির সাহায্যে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানালেন শিল্পী শিক্ষক নরসিংহ দাস।বৃহস্পতিবার ছিল পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস।এই দিন নানা কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই।একটু অন্যভাবে নিজস্ব ঘরানায় বিদ্যাসাগরক শ্রদ্ধাজ্ঞাপন করলেন শিক্ষক শিল্পী নরসিংহ দাস। নরসিংহ বাবু পশ্চিম মেদিনীপুর জেলা সদর মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা তথা এলাহিয়া হাই মাদ্রাসা (উঃ মাঃ) -র ভূগোল বিষয়ক শিক্ষক। নরসিংহ বাবু থার্মোকলের উপর ধান বসিয়ে বিদ্যাসাগরের একটি প্রতিকৃতি বানিয়েছেন।
সেই প্রতিকৃতিয ছবি তিনি ফেসবুকে পোস্ট করেন। তাঁর সেই পোস্টে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শিল্পী নরসিংহ বাবুকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা । নরসিংহ বাবু বরাবরই এইরকম। কাগজে ছবি আঁকার পাশাপাশি তিনি কখনো শাকসব্জি, লতা-পাতা, দেশলাই কাঠি, মুসুর ডাল,ধান দিয়ে এই ধরনের শিল্প সৃষ্টি করে থাকেন।