|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: তেজ বাহাদুর যাদব প্রথম শিরোনামে আসেন ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে । ভিডিওতে তিনি অভিযোগ জানিয়েছিলেন, জওয়ানদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। যাদব অভিযোগ করেন, সেনা জওয়ানদের জন্য মজুত খাবার কম দামে বাইরে বিক্রিও করে দেওয়া হয়। এমন অভিযোগের জন্য বিএসএফ-এর তরফে যে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, ভিডিওতে সে আশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি। তবে যাদবের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে বিএসএফ। ভারতীয় সেনার ভাবমূর্তি নষ্ট করারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেনাবাহিনীর আচরণ বিধি ভেঙে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তেজ বাহাদুরকে বরখাস্ত হতে হয়।
কিন্তু, নিজের লড়াই থামাতে রাজি নন বহিষ্কৃত এই সেনা জওয়ান। তিনি বলছেন, “হার বা জিত আমার লক্ষ্য নয়। আমি শুধু তুলে ধরতে চাই, সরকার কীভাবে সেনা জওয়ানদের কাজে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী জওয়ানদের নামে ভোট চান, কিন্তু তাদের জন্য কোনও কাজ করেন না। আমাদের আধা সেনার যে জওয়ানরা শহিদ হলেন তাদের শহিদের মর্যাদা পর্যন্ত দেওয়া হয়নি।” তেজ বাহাদুরের দাবি, “আমার বহিষ্কার সম্পূর্ণ ভুল। অন্তত আমার তোলা অভিযোগগুলি নিয়ে তদন্ত করতে পারত। সেটা ওরা করেনি, এতেই প্রমাণ হয়, এই দলটা একটা দুর্নীতি নির্ভর দল।”