পিছনে নদী অনিশ্চয়তায় স্কুল ভবন, ডোমকলে

নিজস্ব প্রতিনিধি , ডোমকল:: একাধিক ভোটের মরশুম পেরিয়ে গেছে, এসেছে অনেক নেতানেত্রী কিন্তু এখনও শিয়ালমারী নদী সংলগ্ন ডোমকলের ৮০ নং রঘুনাথপুর পূর্বপাড়া গভঃ স্পনসর্ড ফ্রি প্রাইমারি স্কুলের প্রাচীর না থাকায় সর্বদা আতঙ্ক ও অনিশ্চয়তায় ভুগছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

    নদীর গা ঘেঁষা বিদ্যালয়টি ২০০৪ সাল থেকে আজ প্রায় দীর্ঘ ১৪ বছর ধরে রয়েছে সমস্যার উনুনে বসে। কারণবশতই বিদ্যালয়টির পিছনে নদী থাকা সত্ত্বেও নেই প্রাচীর। তাই ছাত্র-ছাত্রীরা নদীর ধারে চলে যায় অনায়াসে। সবসময় খেয়াল রাখার চেষ্টা করা হলেও দৃষ্টি এড়িয়ে ছাত্র-ছাত্রীরা নদীর কাছে চলে যায়। যে কারণে দুর্ঘটনা হওয়ার সম্ভবনা প্রবল। একজন শিক্ষক জানান, ব্যাপারটি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সদুত্তর মেলেনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী বিশ্বাস বলেন, “বিদ্যালয়ের প্রাচীর না থাকায় সবসময় দুর্ঘটনার ভয়ে থাকেন শিক্ষক-শিক্ষিকারা। এবং সমস্যার কথা বলতে গেলে আমাদের স্কুলে প্রাচীর ছাড়াও শৌচাগার ও রাস্তার সমস্যাও রয়েছে। শৌচাগারগুলো ব্যবহারের অযোগ্য। রাস্তার অবস্থা এতো খারাপ যে বর্ষায় কাদা আর গরমে ধুলোয় যাতায়াত করতে হয় ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের। আমরা অনেকবার সরকারি দপ্তরে জানিয়েছি কিন্তু কোনো সাড়া পাইনি।”