|
---|
নিজস্ব প্রতিবেদক:- বছরের প্রথম দিনেই গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল শিশু কন্যা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের রাধারঘাটে। শুক্রবার দুপুরে বহরমপুর থানার রাধারঘাটে মাসির সঙ্গে স্নান করতে গঙ্গায় নামেন ছয় বছরের শিশু কন্যা তুহিনা খাতুন ।তার পরেই সে জলে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজে হাতে লাগান। যদিও এখনও পর্যন্ত উদ্ধার হয়নি শিশু কন্যা। নিখোঁজ শিশু কন্যার বাবা রবি সেখ জানান, শুক্রবার আমাদের বাড়ির শিশু কন্যা তুহিনা ভাগীরথী নদীতে স্নান করবে বলে জানান। ফলে মাসির সাথে সেই ভাগীরথী নদীতে এসেছিল। ভাগীরথী নদীতে স্নান করতে নেমেই হঠাৎই তলিয়ে যায় চোখের নিমেশে। আমাদের কে খবর দেওয়া হয়। আমরা সাঁতার কেটে উদ্ধার কাজে হাত লাগিয়েছি। পরে বিপর্যয় মোকাবিলা দফতরের প্রতিনিধি দল এসে উদ্ধার কাজে হাত লাগান।যদিও এখনও পর্যন্ত উদ্ধার হয়নি শিশু কন্যা। বছরের প্রথম দিনেই এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । প্রসঙ্গত উল্লেখ্য, গত এক মাস আগে বহরমপুরে কলেজ ঘাট সংলগ্ন এলাকায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় এক যুবক। যদিও বছরের প্রথম দিনেই এই শিশু কন্যার ভাগীরথী নদীতে তলিয়ে যাওয়ার জেরে কার্যত কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা । মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ।ইতি মধ্যেই বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে উদ্ধার কাজ চালানো শুরু করা হয়েছে।