BSF এর ভিডিও ইস্যুতে ভারতীয় যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিল বাংলা পক্ষ

নতুন গতি প্রতিবেদক : বিএসএফ অফিসিয়াল একটি ভিডিওতে গর্জে উঠল “বাংলা পক্ষ”। ভিডিওটিতে, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে আমাদের দূর-দূরান্তের সীমা প্রহরীরা প্রত্যেক ভারতীয়কে তাঁদের ভাষায় সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন।

    “বাংলা পক্ষ” জানায়, নানা ভাষা ব্যবহৃত হলেও কেউ বাংলা ভাষায় কথা বলেনি ভিডিওতে। অথচ বাংলার বর্ডার বিএসএফের সবচেয়ে বড় এলাকা। এছাড়াও ‘নর্থ বেঙ্গল’ বলে একটি রাজ্যের নাম দেখানো হয়েছে ভিডিওটিতে। বাংলা একটাই। বিএসএফ কি বাংলা ভাগ চায়?

    উল্লেখ্য আজ বিকাল পাঁচটা থেকে ট্যুইটার ক্যাম্পেনও চালবে বলে জানায় “বাংলা পক্ষ”,
    হ্যাসট্যাগ-
    #AntiBengalBSFvideo