|
---|
মো: নাজমুস সাহাদাত, মালদা, নতুন গতি : বৃহস্পতিবার মালদা জেলা পুলিশ এর উদ্যোগে এবং মোথাবাড়ি থানার পরিচালনায় অনুষ্ঠিত গরিব দুস্থ মানুষদের জন্য শীত বস্ত্র বিতরণ করা হয় মোথাবাড়িতে। এই গরিব অসহায় মানুষদের শীতবস্ত্র কেনার সামর্থ্য থাকে না। এইজন্যই দিওয়ালি উপলক্ষ্যে পুলিশের এই কর্মসূচী পালন। এই শীতবস্ত্র দান অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশের ডি এস পি বিপুল মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক ২ নং ব্লকের বিডিও সঞ্জয় ঘিসিং, ডা: কৌশিক মিস্ত্রি ও মোথাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা: নির্মলেন্দু রায়। এই শীতে এলাকায় প্রায় চারশত (৪০০) গরিব দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করলেন। শীতবস্ত্র বিতরণে মোথাবাড়ি এলাকার সমস্ত সাধারণ মানুষজন দের মুখেও হাসি দেখা যায়। মোথাবাড়ি থানার ওসি বাপন দাস জানান, দীপাবলিতে সাধারণ মানুষদের অন্ধকার দিকগুলিকে দূর করার জন্যই আমাদের এই উদ্যোগ। আগামীতে এইরকম বিভিন্ন কর্মসূচী পালন করার প্রতিশ্রুতি দেন মোথাবাড়ি থানার ওসি বাপন দাস।