|
---|
নতুন গতি: খুলতে চলেছে ভুটান গেট, ভুটান পর্যটন দফতর থেকে জানানো হয়েছে আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে ভুটান গেট পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। ভুটান পর্যটন দপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত ভুটান সীমান্ত লাগোয়া শহর জায়গা।
করোনার কারণে আড়াই বছর ধরে বন্ধ হয়ে থাকা ভুটান গেট অবশেষে খোলার সিদ্ধান্ত নিয়েছে সেই দেশের পর্যটন দপ্তর। শিলিগুড়ির পর জায়গাকে উত্তরবঙ্গের দ্বিতীয় বাণিজ্যিক শহর বলা হয়। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার ফলে ওই শহরের ব্যবসায়ীদের পরিস্থিতি নিদারুণ হয়ে গিয়েছে। কারণ ভুটানের উপর সম্পূর্ণ নির্ভরশীল জয়গার খুচরা ব্যবসায়ীরা।আলিপুরদুয়ারের এই শহরের অর্থনৈতিক পরিকাঠামো পুরোটাই নির্ভরশীল ভুটানের উপর। ব্যবসায়িক পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে অনেক ব্যবসায়ী অন্যত্র চলে গিয়েছেন, ষাট শতাংশ দোকান বন্ধ হয়ে গেছে। তবে ভুটান পর্যটন দপ্তরের এই সিদ্ধান্তের কারণে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন জয়গার ব্যবসায়ীরা।