|
---|
নিজস্ব প্রতিবেদক:- ফের বোমা-অস্ত্র উদ্ধার হল বাসন্তীতে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। উদ্ধার হয়েছে ৮টি আগ্নেয়াস্ত্র ও ১২টি তাজা বোমা। পুলিশ হাতেনাতে ধরার কথা বললেও ধৃতের স্ত্রীর দাবি, স্বামী নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে।ফের বোমা-অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। ভরতগড় গ্রাম পঞ্চায়েতের গড়ানবোস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। ভরতগড় গ্রাম পঞ্চায়েতের গড়ানবোস এলাকায় অশান্তি তৈরির জন্য জড়ো হয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। পুলিশের দাবি, গোপন সূত্রে এই খবর পেয়ে অভিযান চালান তাঁরা। হাতেনাতে ধরা হয় শামিম হোসেন শেখ নামে এক ব্যক্তিকে। পালিয়ে যান বাকিরা। পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হয়েছে ৮টি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং ২৭টি কার্তুজ। পাশাপাশি, এলাকার কলাবাগানের মাঝে খড়ের গাদায় পড়ে থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১২টি তাজা বোমা। যদিও ধৃতের স্ত্রীর দাবি, স্বামী নির্দোষ। তাঁকে ফাঁসানো হচ্ছে। ধৃতের স্ত্রী রেশমি শেখ বলেন, ‘আমার স্বামী ঘুমোচ্ছিল, আমাদের বাড়িতে বোমা, অস্ত্র ছিল না। ফাঁসানো হয়েছে।’বারুইপুর পুলিশ জেলা, পুলিশ সুপার অবশ্য বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্তকে হাতেনাতে ধরা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এর আগে উত্তর ২৪ পরগনায় বাদুড়িয়ায় (Baduria) প্রচুর আগ্নেয়াস্ত্র সহ (arms recovered) পুলিশের জালে ধরা পড়েছিলেন এক ব্যক্তি। উদ্ধার হয়েছিল ৮টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার গোকনা ব্রিজের উপর থেকে আলাউদ্দিন মণ্ডল নামে এই ব্যক্তিকে, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতের বাড়ি বাদুড়িয়ার রঘুনাথপুর গ্রামে। তার কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল, দুটি রিভলবার, তিনটি ওয়ান শটার, দুটি ছররা বন্দুক, একটি ম্যাগাজিন ও ১২ রাউণ্ড গুলি উদ্ধার হয়েছিল। দুই ২৪ পরগনাতেই অস্ত্র উদ্ধারে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা।