বাংলাদেশের পর্যটন কেন্দ্র গুলিতে ঘুরতে যাওয়ার খরচ অনেকটাই বেশি

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলিতে ভ্রমণ করবার খরচ অনেকটাই বেশি। সচরাচর বিদেশি পর্যটকদের দেখা মেলে না, তবে দেশীয় পর্যটকদের সংখ্যা কম নয়। পরিসংখ্যান বলছে প্রতিবছর গড়ে ৭০ থেকে ৮০ লাখ পর্যটক পর্যটন কেন্দ্রে ঘুরতে যান। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রের নাম কক্সবাজার, সমুদ্র তীরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রের প্রতি পর্যটন্তে সবচেয়ে বেশি আকর্ষণ।
তবে প্রতিবেশী ভারত শ্রীলংকা নেপাল এইসব দেশের তুলনায় বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোকে খরচ অনেকটাই বেশি। এর কারণ হলো বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোতে পরিবেশবান্ধব পরিবেশের অভাব, সেই কারণে হোটেলগুলি সহ বিভিন্ন জায়গায় থাকা খাওয়ার খরচ অনেকটাই বেশি।